
ওয়াহিদুর রহমান (জগন্নাথপুর) সুনামগঞ্জ থেকেঃ–
“স্মার্ট বাংলদেশের লক্ষে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখে সমৃদ্ধির সপ্নে রঙিন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যথা-যোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
১৭(মার্চ) শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন কর্তৃক গৃহিত কর্মসূচীর সূচনা লগ্নে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্হপতি হাজার বছরর শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
দিবসটি উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন,দোয়া মাফিল,বর্ণাঢ্য র্যালি,আলোচনাসভা সহ নানা কর্মসূচী পালন করেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্ম-কর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় দিবসটির বিভিন্ন দিক পর্যালোচনা করে বক্তব্য রাখেন যথাক্রমে-সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ
রাজনীতিবিদ সিদ্দিক আহমদ,সহকারী পুলিশ সুপার(জগন্নাথপুর-শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া,জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কায়ূম,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক,বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী,সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম-কর্তা ডাঃ মধু সূধন ধর,প্রাণি সম্পদ কর্ম-কর্তা খালেদ সাইফুল্লাহ,আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ,উপজেলা প্রকৌশলী (এলজিইডি)সোহরাব হোসেন,উপজেলা কৃষি কর্ম-কর্তা শওকত ওসমান মজুমদার,শিক্ষা কর্ম-কর্তা মানিক চন্দ্র দাস,সমবায় কর্ম-কর্তা দেলোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্ম-কর্তা জিল্লুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দল আহাদ,যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,পৌর কাউন্সিলর সুহেল আহমদ,ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত,সাধারণ সম্পাদক তাহা আহামদ,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েখ আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।