মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ফ্রি চক্ষু ক্যাম্প লতা ইউনিয়নের দেড় কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন-এমপি বাবু হরিপুরে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক জামালপুরে শ্রেষ্ঠ ইমামের তালিকায় ডাংধরার শামছুল আলম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুজিব বর্ষের জমি ও ঘর হস্তান্তর নিয়ে প্রশাসনের মতবিনিময় ফকিরহাটে নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন আমেরিকায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সন্দীপ,রানার্সআপ চাটখিলের কড়িহাটি

সোকসাস’র যুগ্ম সাধারণ সম্পাদক লিখন হোসেনের জন্মদিন আজ

সকালের কন্ঠ
  • আপডেটের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৪ Time View
ক্যাম্পাস প্রতিনিধি
 আজ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) যুগ্ম সাধারণ সম্পাদক লিখন হোসেনের জন্মদিন।
বর্তমান সময়ে সংবাদ রিপোর্টিং এ  ক্যাম্পাস ও ক্যাম্পাসের গন্ডি পেরিয়ে সারাদেশে  জনপ্রিয় এবং সুপরিচিত হিসেবে পরিচিত মো: লিখন হোসেন । তিনি আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। এই বিশেষ দিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত লিখন হোসেন ।
আজকের এই জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস)  সকল সদস্যবৃন্দ, বিভিন্ন জাতীয় প্রত্রিকার প্রতিনিধি, প্রথম সারির অনলাইন গণমাধ্যম, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রেস ক্লাব। বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছে, সোকসাস’র সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিশেষ শুভেচ্ছা জানিয়েছে  ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দরা, সোহরাওয়ার্দী কলেজস্থ সকল ছাত্র সংগঠন সহ 7 College News পেজের অ্যাডমিন প্যানেলের সদস্যবৃন্দরা।
অতিথী পরায়ণ, সদা হাস্যোজ্জল, চিরসবুজ, ইশ্বনীয় বিনয় এবং কর্মদক্ষতার কারনে তিনি ক্যাম্পাস সাংবাদিকতায় অনেকের কাছেই আইডলে পরিনত হয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম তিনি রুচিশীল ও আধুনিক মনস্ক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক জনপ্রিয় তিনি।
উল্লেখ্য, বর্তমানে  লিখন হোসেন  সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক । তিনি প্রথম  সারির জাতীয় সংবাদ পত্র দৈনিক  ভোরের ডাক  পত্রিকার সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি,  দৈনিক আমার সময় পত্রিকার সাবেক  রিপোর্টার, প্রথম সারির অনলাইন গণমাধ্যম রাজধানী টাইমসের ক্যাম্পাস প্রতিনিধি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অনলাইন পেজ 7 College  News এর এডিটর।
এছাড়াও  তিনি  বিভিন্ন জনপ্রিয় অনলাইন গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন।এই কর্মবীরের জন্মদিনে তাঁর জন্য রইলো-অসীম শুভেচ্ছা আর শুভকামনা।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
  • © All rights reserved shokalerkatho© 2023
Powered Sokaler Kontho
themesba-lates1749691102