মোহাম্মদ ছৈয়দুল আলম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সৎসঙ্গের আর্দশিক নীতি ও বিধিবিধান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের লেখা বিভিন্ন ধর্মীয় বই হাজার হাজার ভক্তদের সৎ পথে চলতে, সৎ চিন্তা শক্তিতে শৃংখলিত জীবন-যাপনে উদ্বুদ্ধ করে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার একজন স্তম্ভ। প্রত্যেক ধর্মের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনায় দক্ষতা দেখাতে পেরে তিনি আজ বিশ্বনন্দিত একজন নেত্রী। গত ১৮ মার্চ শনিবার রাতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সংসঙ্গ আশ্রম, বাঁশখালী উপজেলায় শাখায় ঠাকুরের ১৩৫-তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে আয়োজিত উৎসব ও দীক্ষানুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, । সহ-প্রতিঋত্বিক দিলীপ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম। প্রধান আলোচক ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র এসএম তোফাইল বিন হোছাইন। শিক্ষিকা শিল্পী মহাজনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ভাস্কর দয়াল কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজের অধ্যাপক প্রদীপ দত্ত, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কাউন্সিলর প্রণব দাশ, সহ-প্রতিঋত্বিক সুনীল বিকাশ দাশ, শিক্ষিকা সীমা মল্লিক, শুভাশীষ দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধান সুকান্ত দত্ত, মহেশখালী সৎসঙ্গ আশ্রমের সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ দাশ প্রমুখ। এছাড়া ১৭ মার্চ আশ্রম প্রাঙ্গনে ঠাকুরের আর্দশভিত্তিক আলোচনা নিয়ে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। আশ্রমের উপদেষ্টা চিত্তরঞ্জন সুশীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন সহ-প্রতিঋত্বিক দিলীপ কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন, মাষ্টার নজির আহম্মদ কলেজের রসায়ন বিভাগের অধ্যাপিকা নন্দিতা ধর। প্রধান আলোচক ছিলেন প্রধান শিক্ষক সীমা মল্লিক, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক প্রদীপ দত্ত, শিক্ষক শিল্পী মহাজন, রিখা মজুমদার, গোপাল কৃষ্ণ দাশ প্রমুখ। ১৮ মার্চ দিনব্যাপী ঊষা কীর্তন, সমবেত বিনীত প্রার্থনা ও সদগ্রন্থপাঠ, শ্রীমদ্ভবগবদগীতার স্বপ্তশতী শ্লোকের পাঠ প্রতিযোগিতা ও মনোজ্ঞ ধর্মীয় সঙ্গীতাঞ্জলী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সফল ও সার্থকভাবে সম্পন্ন হওয়ায় সকল ভক্ত ও শিষ্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সভাপতি ও বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক রাজীব দে।