
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
মৃত্যুর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্য সংবাদ সম্মেলন করেছে এক মুক্তিযোদ্ধা। রবিবার (১৯ মার্চ) বেলা বারোটায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনকারী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ অলিউল্লাহ বাগেরহাটের কচুয়া উপজেলার মান্দারতলা এলাকার মৃত আপ্তার উদ্দিনের ছেলে। তিনি গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের দাবীতে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাস থেকে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জামাত- বিএনপি’র ৫০ জন নেতা কর্মীর নামে বাগেরহাটে আদালতে মামলা করেছেন। ২০১১ সালে বিএনপি- জামাতের সন্ত্রাসীরা নৌকা প্রতীক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় মামলার বাদী হয়েছেন। ২০১০ সালে যুদ্ধাপরাধীদের নামে মামলা দায়ের সহ মোট চারটি মামলার বাদী তিনি।
তিনি আরো বলেন, কচুয়া থানা মুক্তিযুদ্ধার তালিকায় তার নাম রয়েছে, জেনারেল আতাউল গনি ওসমানী কর্তৃক দেওয়া মুক্তিযোদ্ধার সনদ রয়েছে, নাম রয়েছে পুরাতন ভাতার তালিকায়, “খ” তালিকায় যাচাই-বাছাই কমিটি তার নাম অন্তর্ভুক্ত করেছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি তিন জায়গায় সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার স্ত্রীও একজন বীরাঙ্গনা। এতকিছুর পরেও তিনি মুক্তিযোদ্ধার ভাতা তুলতে পারেন না। আজ পর্যন্ত সংগঠন থেকে কোন ধরনের সহায়তা তাকে দেওয়া হয় নাই।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আরো জানান, মৃত্যুর আগে একবার হলেও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তিনি। তিনি প্রধানমন্ত্রীকে জানাতে চান যে, বীর মুক্তিযোদ্ধা হিসাবে সে যেন ভাতার টাকা সংগ্রহ করতে পারে। তার নাম গেজেট ভুক্ত করে শেষ যাত্রা যেন রাষ্ট্রীয় সালামে হয়।